সময় ১

তুমি থাকো কখনও অন্ধকারে, আবার কখনও অজানা আলোর ধারে

হিসেবের সেই বহিঃপ্রকাশের অন্তরালে

ছক মেনে কবিতা লেখা আসেনা আমার

কলমের শব্দের প্রতিধ্বনি কোনও বিপ্লবও ডেকে আনে না

শুধু নিজের কল্পনাবিলাস নিজেরই আঁকিবুঁকি

অদ্ভুত কিছু শব্দ কানে খেলা করে

নিস্তরঙ্গ ঝিঝি পোকার একঘেয়ে সুর

নিরবতা আমার ঘরের চার দেওয়ালের পরিচিত অন্দরে

সবাই নিজেকে চিনতে শেখে নিজের মত করে

চিনতেও সবাই পারে, কিন্তু হয়তো সবার মত করে নয়

 

চারপাশে ছড়ানো প্রেমের আজগুবি প্রস্তাবের হাতছানি

সব থেকে বড় সংগ্রাম নিজেকে ভাসিয়ে রাখা

সময়ের ডামাডোলে নিজেকে নিজের মত চিনিনি অনেকদিন

খুজিনি কখনও দু’চোখের পাতা বন্ধ রেখে

কখনও তোমার কোমল দেহে লুকিয়েছি আমি

নিজেতে হারানো নিজেকে বন্ধক রেখে…।।

Sougata

ভূটান

09.03.2012

One thought on “সময় ১

  1. moumitamou says:

    kokhono kichu katha chapa thak tai bhalo…..

Leave a comment